মা লিরিক্স - শিরোনামহীন 

সবাই হারিয়ে যায়
আকাশের তারার মেলায়
তবু খুঁজে ফিরি তোমায়

আজও তারাজ্বলা আকাশে জেগে থাকে
মমতায় দু'চোখ জ্বেলে দেখছে আমায়। 
হয়তো, ওই জ্বলে থাকা তারা আমার মা 
আর ওই স্নেহভরা আলো মায়ের ঠিকানা

এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে 
চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে 
আংগুলে আংগুল ধরে রেখে জানাতে বিদায়
আকাশে জ্বলে থেকে
চেয়ে দেখো খুব বড় হয়ে গেছি আমি 
উঁচু উঁচু ফ্ল্যাট, আকাশে তাকিয়ে থামি
তবু কতদিন স্পর্শে পাইনা তোমায়
 
জ্বলে জ্বলে তাই আলো জ্বেলে যাও
তুমি ভালো থেকো
ভুলে ভরা এই উঁচু দালানে 
তোমার স্নেহ রেখো

সাদাকালো এই নিয়ন আলো 
জ্বলছে কখন থেকে 
থেমে যাবে সব বোকা কলরব 
তারাজ্বলা এ রাতে

হয়তো ওই জ্বলে থাকা তারা আমার মা 
আর ওই স্নেহভরা আলো মায়ের ঠিকানা

এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে 
চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে 
আংগুলে আংগুল ধরে রেখে জানাতে বিদায়
আকাশে জ্বলে থেকে
চেয়ে দেখো খুব বড় হয়ে গেছি আমি 
উঁচু উঁচু ফ্ল্যাট, আকাশে তাকিয়ে থামি
তবু কতদিন স্পর্শে পাইনা তোমায়

“Maa” by Shironamhin – A Soulful Bangla Rock Tribute to a Mother’s Love

“Maa” by Shironamhin is a deeply moving Bangla rock ballad that beautifully captures the eternal presence of a mother’s love. With heartfelt and evocative lyrics, the song portrays the emotional journey of looking up at the night sky, envisioning a lost mother as a guiding star.

This powerful track blends soul-stirring words with Shironamhin’s signature rock sound, creating an unforgettable musical experience. “Maa” is not only a song—it is a poignant tribute to love, loss, and cherished memories that resonates with listeners everywhere.

The official lyric video of “Maa” enhances the emotions with compelling visuals, making the experience even more touching. If you’ve ever felt the unbreakable bond between a mother and child, this song will speak straight to your heart.

Maa Song Information
Song Name Maa ( মা )
Singer Name Sheikh Ishtiaque
Song Writer Name Ziaur Rahman
Language Bangla
Released Date 13 November, 2024
Band Name Shironamhin

Maa Lyrics Shironamhin
Maa

Maa Lyrics By Shironamhin