Baaji Lyrics - Emon Chowdhury

অ মোসেগ্যামারা মাআা প্যায়
ইয়ে হ্নাংবয়ই গি মা মংথো
ও ক্রাপা দোংলং ক্রা রঅ্মংলে
তবে শাপলা ফুল হাসবে না

ও ক্রাপংগি মারা যা আখাহা
ইয়া পংব্যইগি মা লেরা
ক্রাপং কোখ্যা রাতোজোইমা
মোও হ্নইখিংলে
মোও হ্নইখিংলে

নায়ানে দানে দানে
নায়ানে দানে
নায়ানে দানে দানে এএএএএএ
নায়ানে দানে দানে
নায়ানে দানে
নায়ানে দানে দানে এএএএএএ

ও গঙ্গা যদি যাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
ভ্রমর কালো নদী

ও গঙ্গা যদি যাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
ভ্রমর কালো নদী

তরী যদি বাইতে পারি
সাদা পাল উড়াইতে পারি
ভ্রমর কালো নদী

নদীতে তুফান উঠিলে
পানি যদি না সেচিলে
অঘটনেও রাজি

তোমায় আমি পাইতে পারি বাজি
ও তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
ও তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি

নায়ানে দানে দানে
নায়ানে দানে
নায়ানে দানে দানে এএএএএএ
নায়ানে দানে দানে
নায়ানে দানে
নায়ানে দানে দানে এএএএএএ

বাজি লিরিক্স - Coke Studio Bangla

একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল
পাহাড়ি মেয়েটার কি চোখ দুটো ছলছল
ওহ একবার আমি গিয়েছিলাম পাহাড়ি অঞ্চল
পাহাড়ি মেয়েটার কি চোখ দু'টো ছলছল

ছল, নাকি জল?
চঞ্চল মেয়ে তুই বল
ছল, কেন চোখে জল?
চঞ্চল মেয়ে তুই বল

ও তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
ও তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি

আসমানে তোর ছায়ারে কন্যা
জমিনে তোর বাড়ি
রূপ লইয়া তোর চান-সূরুজে
লাগছে কাড়াকাড়ি
রে লাগছে কাড়াকাড়ি

মেঘের ভেলায় সিনান করো
রৌদ্রে শুকাও কেশ
বিজলি তোর মুখের হাসি
চমকে উঠে বেশ রে
চমকে উঠে বেশ

কার কাছে বলিবো গো
কার কাছে বলিবো গো
সারাজীবন গেলো আমার
খুঁজিতে খুঁজিতে
গো খুঁজিতে খুঁজিতে

আবার আমি গিয়েছিলাম
নীল সাগরের জল
সাগরের কন্যারই মন
পাইনে সে অতল

আবার আমি গিয়েছিলাম
নীল সাগরের জল
সাগরের কন্যারই মন
পাইনে সে অতল

জল, কেন চোখে জল?
চঞ্চল মেয়ে তুই বল
জল, কেন চোখে জল?
চঞ্চল মেয়ে তুই বল

ও তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি
ও তোমায় আমি পাইতে পারি বাজি
হে তোমায় আমি পাইতে পারি বাজি

আসমানে তোর ছায়ারে কন্যা
জমিনে তোর বাড়ি
রূপ লইয়া তোর চান-সূরুজে
লাগছে কাড়াকাড়ি
রে লাগছে কাড়াকাড়ি

তোমায় আমি পাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
বাজি, বাজি, বাজি

তোমায় আমি পাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
তোমায় আমি পাইতে পারি
বাজি

অ মোসেগ্যামারা মাআা প্যায়
ইয়ে হ্নাংবয়ই গি মা মংথো

Baaji – A Love Story Beyond Boundaries

In love, everything becomes one. The vast distance of seas and mountains disappears, and barriers of language or culture fade away. Baaji is such a timeless story of love that touches every heart by crossing all obstacles.

Crafted with heartfelt lyrics by poet Hashim Mahmud and enriched by the soulful music arrangement of Emon Chowdhury, Baaji is not just a song—it is an unblemished tale of pure love.

The song beautifully showcases the diverse cultures and traditions of Bangladesh, reminding us that love unites us beyond our differences. 

Baaji Song Information
Song Name Baaji ( বাজি )
Singer Name Emon Chowdhury and Hashim Mahmud
Song Writer Name Hashim Mahmud
Language Bangla
Released Date 23 August, 2025

Baaji Lyrics Coke Studio Bangla
Baaji

তোমায় আমি পাইতে পারি বাজি লিরিক্স