Song of Keno lyrics created by the band of Shironamhin. This song sung for the recent Bangladesh student movement issue. This beautiful song written by Ziaur Rahma. Keno song sung by Sheikh Ishtiaque. This song music composition did by Kazy Ahmad Shafin.
This song history collect from Shironamhin offficial YouTube channelShironamhin offficial YouTube channel which show in below.
Keno Song Information | |
---|---|
Song Name | Keno ( কেন ) |
Singer Name | Sheikh Ishtiaque |
Song Writer Name | Ziaur Rahman Zia |
Music | Kazy Ahmad Shafin |
Language | Bangla |
Released Date | August 05 28, 2024 |
Band | Shironamhin |
Album | Batighor |
Keno Shironamhin |
Keno Lyrics - Shironamhin
আজ এই শহরের পাখিরা সারারাত
অযথাই অন্ধের মতো
উড়ছে কেনো?
কড়া রোদে পুড়ে ছাই, ছাই হয়ে
আকাশের গায়ে লাল সূর্যটা তবু
জ্বলছে কেনো?
অন্ধ হৃদয়, নিখোঁজ হয়ে
যায় হারিয়ে, যাকনা কেনো?
মুক্ত পাখির ডানায় ডানায়
সমুদ্রের মত...
সেই দু:সময়ের অভিশাপ,
না পাওয়ার অভিধান হৃদয়ের মাঝে
পুড়ছে কেনো?
আজ অন্ধ হৃদয় সবকিছু সয়ে যায়...
পুড়ে যায়... সারাক্ষণ
ভেংগে যায় ঘর,
কত সহজেই
কোনো উত্তাপ নেই
কেনো ঝড় আসবেই?
তবুও নি:সীম কোনো প্রান্তে
বরফ জমে হৃদয়ে নীল
এই অন্ধ, দিশেহারা
পোড়া শহরে
খুব যন্ত্রনায় ছুটে চলে
কেনো টর্নেডো?
তীব্র গতির সংকেত জানায়।
সেই দু:সময়ের নিশানায়,
পুড়ে ছাই পতাকা দমকা হাওয়ায়
উড়ছে কেনো?
আজ অন্ধ হৃদয় সবকিছু সয়ে যায়...
প্রশ্নের এই গোলকধাঁধা ঘুরছে অযথাই
নির্ভুল এক নিয়তির মতো
উত্তর জানিয়ে যাই..
দু:সময়ের অভিশাপ,
না পাওয়ার অভিধান হৃদয়ের মাঝে
পুড়ছে কেনো?
আজ অন্ধ হৃদয় সবকিছু সয়ে যায়,
পুড়ে যায় আজ....
শিরোনামহীনের কেন গানের লিরিক্স
Tonight, city birds in the sky
Blindly wandering, lost at night
Fly without a cause?
The scorching sun turned to ash
In the heart of the sky
Why does it still burn with a red flash?
A heart adrift in a sea of uncertainty
Gets lost within, relentlessly?
The wings of the birds so free
Vast, like the sea
The curse of the doomed hours
Why does the dictionary of unobtainable desires
Within the heart still burns?
Today, the blind heart embraces everything
Blazes... forever.
The house breaks apart
So simply
Without any heat of the moment
Why must the storm arrive now?
Yet, on an endless edge
Ice accumulates in the heart, so blue
In this blind, lost
Burnt city
Why the tornado
Sprints in agony?
Signals with a fervent speed.
In the shadow of that trying time,
flags turned to ashes
Floating in the wandering gust
Today, the blind heart bears it all
This labyrinth of questions spin endlessly
Like an unerring intent
I keep phrasing the answers