Song of Lage Ura Dhura Lyrics most trending Bangla upcoming movies. Lage Ura Dhura song created by the movie of Toofan. This movie create huge hype on virtual media after released this movie teaser. Now also create huge hype Lage Ura Dhura song teaser. 

Lage Ura Dhura song got a music label which name is Chorki. This beautiful song sung in the language of Bangla. Lage Ura Dhura song music video star cast by Shakib Khan and Mimi. So, Let's know the song of Lage Ura Dhura lyrics and also play the music video in below.

Lage Ura Dhura Song Information
Song Name Lage Ura Dhura ( লাগে উরা ধুরা )
Singer Name Pritom Hasan and Debosrie Antara
Song Writer Name Rasel Mahmud and Shorif Uddin
Music Pritom Hasan
Language Bangla
Released Date May 28, 2024
Label Chorki
Movie Name Toofan

Lage Ura Dhura Song Lyrics by Toofan


লাগে উরা ধুরা লাগে উরা ধুরা
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরা ধুরা।

সজনী সজনী তোমারে দেখিয়া
মাতাল হইয়া রাতের ঘুম গেল উড়িয়া
সোহাগ চাঁদ বদনী ঘুঙুর পায়ে দিয়া
নাচো ও সখি তোমারে দেখি পরাণও ভরিয়া।

আগুন দেও লাগাইয়া মনের ঠিকানায়
মামলা হইলে পরে দেইখ্যা নিবো থানায়
রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা
দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া।

ও সখা গো 
প্রেমে মোরে দিয়োনা ধরা
ধরা দিলে তোমার মন
ভাইঙ্গা হবে গুড়া গুড়া।

তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরা ধুরা
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরা ধুরা।

তোমারে যে দেখলে পরে
তোমারে যে দেখলে পরে
পুরা মাথা ঘুরায় গো
লাগে উরা ধুরা

তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরা ধুরা।

লাগে উরা ধুরা ঢেউ খেলানো চুলে
লাগে-উরা ধুরা ঝুমকা কানের দুলে
লাগে আউলা-ঝাউলা রূপ দেইখ্যা তোমারি
তুমি চাইলে তোমায় কিইনা দিমু
লাল ফেরারি গাড়ি।

রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই জড়াইয়া
ভাঙে ঘুম সকালে দিকবিদিক হারাইয়া
রইলে তোমার কাছে মন লাগে ফুরফুরা
দেখো তোমার জন্য পাগল জুয়ান থেকে বুড়া।

ও সখা গো 
প্রেমে মোরে দিয়োনা ধরা
ধরা দিলে তোমার মন
ভাইঙ্গা হবে গুড়া গুড়া।

তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরা ধুরা
তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরা ধুরা।

তোমারে যে দেখলে পরে
তোমারে যে দেখলে পরে
পুরা মাথা ঘুরায় গো
লাগে উরা ধুরা।

তুমি কোন শহরের মাইয়া গো
লাগে উরা ধুরা