Jhor (ঝড়) Lyrics - Habib Wahid


  • Song Name : Jhor (ঝড়)
  • Singer : Habib Wahid
  • Music : Habib Wahid
  • Lyricist : Suhrid Sufian
  • Label : Gaanchill Music

Jhor (ঝড়) Lyrics - Habib Wahid
Jhor (ঝড়)

Jhor (ঝড়) Lyrics - Habib Wahid

তুই যে কেন ভাবিস আমাকে পর
উতলা হৃদয় নগর...
তাই ভালোবেসে একটা কিছু কর।
জমানো যত কথা আছে এ বুকে
তোর গালে দেবো টুকে...
এই মনের মাঝে তুই যে একটা ঝড়।

ফিরে যাস কেন এভাবে-
কিছু কথা শুনে যা...
এই দু’চোখের গভীরে তোর স্বপ্ন বুনে যা।

আমি পারিনা তোকে ভূলে থাকতে
পারিনা কাছেও রাখতে...
একা এলোমেলো দিন খুঁজে চলি রঙিণ আদর...
চল যাই হারিয়ে হাত বাড়িয়ে
সুখে থাক দু’টি অন্তর।

তুই যে কেন ভাবিস আমাকে পর
উতলা হৃদয় নগর...
তাই ভালোবেসে একটা কিছু কর।
জমানো যত কথা আছে এ বুকে
তোর গালে দেবো টুকে...
এই মনের মাঝে তুই যে একটা ঝড়।

হয়ে যা তুই একটু রাজি
দ্বিধা কেন যে আর
পৃথিবীকে জানিয়ে দেবো
তুই যে শুধু আমার।

একটি গোলাপ সাক্ষী রেখে
করেছি আমি পণ…
ভালোবেসে রাঙিয়ে দেবো
তোর এ দুরন্ত মন।

আমি চাই, তোকে চাই
মন কত উচাটন-
তোরে কি করে বোঝাই!
পুড়ে যাই, মরে যাই
এত সহজে কি করে তুই জড়ালি মায়ায়,
এ আমায় বাঁচা দায়।
একা এলোমেলো দিন খুঁজে চলি রঙিণ আদর...
চল যাই হারিয়ে হাত বাড়িয়ে
সুখে থাক দু’টি অন্তর।

তুই যে কেন ভাবিস আমাকে পর
উতলা হৃদয় নগর...
তাই ভালোবেসে একটা কিছু কর।
জমানো যত কথা আছে এ বুকে
তোর গালে দেবো টুকে...
এই মনের মাঝে তুই যে একটা ঝড়।

Jhor (ঝড়) Lyrics - Habib Wahid


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url