Hridoyer Rong (হৃদয়ের রং) Lyrics - Ghare And Baire


  • Song Name : Hridoyer Rong (হৃদয়ের রং)
  • Singer : Lagnajita Chakraborty 
  • Music & Lyrics : Anupam Roy 
  • Music Label : Surinder Films
  • Movie : Ghare And Baire

Hridoyer Rong (হৃদয়ের রং) Lyrics - Ghare And Baire
Hridoyer Rong (হৃদয়ের রং)

Hridoyer Rong (হৃদয়ের রং) Lyrics - Ghare And Baire

ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না
প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে
কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে
ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না

তুমি চিরদিন.. ভিষণ কঠিন
তোমার ঘর ভেসে যায়
ওরা মুখ দেখে বুঝতে পারে না (x2)

ওরা এ মন কেমন বোঝে না
ওরা আসল কারণ খোঁজে না

তুমি চিরকাল.. স্বপ্নে মাতাল
হেটে সারাজীবন ধরে
ঝড় বৃষ্টি মাথায় করে (x2)

ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না
প্রজাপতি ডানা ছুঁলো বিবাহ বাসরে
কেন সারারাত জেগে বাড়ি ফিরি ভোরে
ওরা মনের গোপন চেনে না
ওরা হৃদয়ের রং জানে না

Hridoyer Rong (হৃদয়ের রং) Lyrics - Ghare And Baire


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url