Shonar Bangladesh Lyrics ( সোনার বাংলাদেশ ) is a new Bangla RAP song. Song of Shonar Bangladesh lyrics ( সোনার বাংলাদেশ লিরিক্স ) started by the line of দেশে ভালো কইবেন কারে এখন সবার ভিতরে পেছ and in English pronunciation is Deshe valo koiben kare ekhon sobar vitor pech. This song released on the date of 10th November, 2022. Song of Shonar Bangladesh lyrics sung by Aly Hasan. This song written by Aly Hasan x Siam Hawladar. Song of Shonar Bangladesh lyrics got a half million visitor in YouTube after released this song between only a day. This song music composition by Sadi Vai x Shochi Shams.

Shonar Bangladesh song got a music label which name is G Series. This song sung in the language of Bangla. Shonar Bangladesh song first published on the YouTube in the channel of G Series Music. This song RAP covered by Siam Hawladar. So, let's know the song of Shonar Bangladesh lyrics and also play the music video in below. You can also know Aly Hasan all song lyrics here.


Shonar Bangladesh song Information
Song NameShonar Bangladesh ( সোনার বাংলাদেশ )
SingerAly Hasan
SongwriterAly Hasan x Siam Hawladar
LanguageBangla
MusicSadi Vai x Shochi Shams
Released DateNovember 10, 2022
RAPSiam Hawladar
LabelG Series


Shonar Bangladesh Lyrics
Shonar Bangladesh

Shonar Bangladesh Lyrics By Aly Hasan

দেশে ভালো কইবেন কারে এখন সবার ভিতরে পেছ
তগো মোছ দারি গজানের আগে গজায়া জায় লেজ
আমার সোনার বাংলা দেশ

আমগো এতো সুন্দর দেশ শুধু মানুষগুলোই খেছ
লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলা দেশ

ও নানা বেটারির চার্জ শেষ নাকি নিউ পাগলের ভেস
দেশে খারাপ আবার কেডা জেডা সবাইতো দরবেশ
যত চিটার বাটপার ভইরা গেছে সোনার বাংলাদেশ
ওমাগো মোছ দাড়ি গজানোর আগে গজায়া জায় লেজ

বাঙাল নাই ঘরে খাইবো বেশি ভাঙ্গা ঘরে ঘুমায় বেশি
মার থিকা মাসি দেশে রাজার সংখ্যাই বেশি
তাই সামনে দানা পিছদা জবাই করো তোমার খাশি
কারণ আপন আর দেশি এডি বাতি নিভায় বেশি

কাকি এখন তো আপাদতো দৌড়ের উপরেই থাকি
হাতের তাউলায় ফুছকি মাইরা কার কেরুকুম রাসি
একটা সত্যি কথা চাচি আমরা দেইখা হাসি
আমগো জায়গায় অরা হইলে লইয়া লইতো ফাঁসি

ওগো শোনো শোনো দেশো বাসি টেকা পয়সার ফেরে আছি
রাইতে মশা দিনে মাছি এডি মাইরা বাইচ্চা আছি
শোনেন শোনেন দেশো বাসি টেকা পয়সার ফেরে আছি
রাইতে মশা দিনে মাছি এডি মাইরা বাইচ্চা আছি

ভালো কইবেন কারে এখন সবার ভিতরে পেছ
তগো মোছ দারি গজানের আগে গজায়া জায় লেজ
আমার সোনার বাংলা দেশ

আমগো এতো সুন্দর দেশ শুধু মানুষগুলোই খেছ
লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলা দেশ

আমার সোনার বাংলাদেশ দেশটা আসলেই করা
নদী মাত্রিক দেশ আমগো প্রকৃতিতে ঘেরা
হ সবুজে সেরা আমার সোনার বাংলাদেশ
এখন সত্যিকথা বলতে শুধু আপনি আমি খেছ

সোনার বাংলাদেশ লিরিক্স - Aly Hasan

বাংলার ৮ টা বিভাগ আর 64 জেলা
সবাই থাকে ব্যস্ত কে কারে দেখাইবো খেলা
তবে খেলার কত জ্বালা এইডা জানে উপরওয়ালা
আর খেলা যদি আনলিগেল হয় না খেলাই ভালা

তাইলে দরকারকি করার আলগা প্রেম
ফাও পিরিতে বদনাম বারে বারে ব্লেম
আচ্ছা তুমি দেশী আমি দেশি সেম টু সেম
তগো দোহাই লাগে দেশটা লইয়া আর করিছনা গেম

হন কেউ আছে ভালো আবার কেউ আছে চিটার
কেউ আসছে বাটপার আবার কেউ আছে টিচার
এইডা মাইনা লইছিশ কমবেশি সবার মধ্যেই পেছ
এখন ভালো-মন্দ মিল্লা আমার সোনার বাংলাদেশ

ভালো কইবেন কারে এখন সবার ভিতরে পেছ
তগো মোছ দারি গজানের আগে গজায়া জায় লেজ
আমার সোনার বাংলা দেশ

আমগো এতো সুন্দর দেশ শুধু মানুষগুলোই খেছ
লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ
আমার সোনার বাংলা দেশ

আমার সোনার বাংলা দেশ
আমার সোনার বাংলা দেশ

Shonar Bangladesh Music Video