Ei Mayabi Chander Raate Lyrics ( এই মায়াবী চাঁদের রাতে ) - Baba Baby O is a new upcoming movie Indian Bangla song. Ei Mayabi Chander Raate lyrics sung by Chamok Hasan, Ikkshita Mukherjee, Hemlata Chakraborty and Barnomala. This song writer name is Chamok Hasan and Firoza Bonhi. Song of Ei Mayabi Chander Raate lyrics started by the line of এই মায়াবী চাঁদের রাতে and in the pronunciation of English language is Ei mayabi chander raate. This song will released on the online 22 December, 2021. Ei Mayabi Chander Raate beautiful song created in the movie of Baba Baby O.

This song will create good knock in YouTube after published. Ei Mayabi Chander Raate song sung in the language of Bangla. So, let's know the song of Ei Mayabi Chander Raate lyrics and also play the music video in below.

Ei Mayabi Chander Raate Song Information
Song NameEi Mayabi Chander Raate ( এই মায়াবী চাঁদের রাতে )
SingerChamok Hasan, Ikkshita Mukherjee, Hemlata Chakraborty and Barnomala
SongwriterChamok Hasan and Firoza Bonhi
LanguageBangla
MovieBaba Baby O
Released DateDecember 22, 2021

You can also know Tonic and Aaynate song lyrics.

Ei Mayabi Chander Raate Lyrics - Baba Baby O


এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই


শুনতে চাই


কিন্তু তার পরে আর
গানের কথা মনে নাই
হায় হায় তার পরে আর
গানের কথা মনে নাই


এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই


শুনতে চাই


কিন্তু তার পরে আর
গানের কথা মনে নাই
হায় হায় তার পরে আর
গানের কথা মনে নাই


কিন্তু বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান
বলেছিলে আমার জন্য লিখবে এমন গান
হবে এক মিষ্টি মধুর প্রেমের উপাখ্যান



এই মায়াবী চাঁদের রাতে লিরিক্স - Baba Baby O


শোনো প্রিয় শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন
শোনো প্রিয় শোনো দিয়ে মন
সেই গানই গাইছি এখন


এখনই গানের ভাষায় স্বপ্ন আশা
তোমায় শোনাতে চাই


বলো শুনতে চাই


কিন্তু তার পরে আর গানের কথা মনে নাই
হায় হায় তারপরে আর গানের কথা মনে নাই


এই যে এই গানটা তার শেষ অন্তরাটা
এই যে এই গানটা তার যে শেষ প্যারাটা
এই যে এই গানটা তার শেষ অন্তরাটা
কত-রঙা স্বপ্ন কথায় সাজানো ছিল যে সেটা


ছিল কোথায় গেল


কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়
কাগজে লিখিনি যদি হারায় বা ছিঁড়ে যায়
সাজিয়ে রেখেছি মনের গহীন কুঠিটায়


তারপর


সেই কুঠিটা এতই গহীন পাচ্ছি না খুঁজে হায়
তার পরে আর গানের কথা মনে নাই
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই


এই মায়াবী চাঁদের রাতে
রেখে হাত তোমার হাতে
মনের এক গোপন কথা
তোমায় বলতে চাই


বলো শুনতে চাই


কিন্তু তারপরে আর গানের কথা মনে নাই
হায় হায় তার পরে আর গানের কথা মনে নাই
নাই নাই তার পরে আর গানের কথা
দরকার নাই