Amar Sampan Jatri Na Loy Lyrics ( আমার সাম্পান যাত্রী ) - Nazrul Geeti is an old famous Bangla song. Amar Sampan Jatri Na Loy song covered by many singer one of them name is Yeakub Ali Khan. This song written by national poet in Bangladesh Kazi Nazrul Islam. Amar Sampan Jatri Na Loy song got a music label which name is Nazrul Geeti. This song tuning also Kazi Nazrul Islam. So, let's know the lyrics of Amar Sampan Jatri Na Loy song and also play the music.
  • Song Name : Amar Sampan Jatri Na Loy ( আমার সাম্পান যাত্রী )
  • Singer : Yeakub Ali Khan
  • Lyrics : Kazi Nazrul Islam
  • Tune : Kazi Nazrul Islam
  • Label : Nazrul Geeti
Amar Sampan Jatri Na Loy Lyrics ( আমার সাম্পান যাত্রী ) - Nazrul Geeti
Amar Sampan Jatri Na Loy ( আমার সাম্পান যাত্রী )
You can also know Chand Heriche Chand Mukh Tar and Soi Bhalo Kore Binod Beni song lyrics.

Amar Sampan Jatri Na Loy Lyrics ( আমার সাম্পান যাত্রী ) - Nazrul Geeti

আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙ্গা আমার তরী
আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙ্গা আমার তরী

আমি আপনারে লয়ে রে ভাই
এপার ওপার করি ভাঙ্গা আমার তরী
আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙ্গা আমার তরী

আমায় দেউলিয়া করেছে রে ভাই নদীর জল
আমায় দেউলিয়া করেছে রে ভাই নদীর জল
আমি ডুবে দেখতে এসেছি ভাই সেই জলেরি তল
আমি ভাসতে আসি আসিনিক কামাতে ভাই কড়ি

ভাঙ্গা আমার তরী আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙ্গা আমার তরী আমি আপনারে লয়ে রে ভাই
ভাঙ্গা আমার তরী আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙ্গা আমার তরী

আমি জলেরি আয়নাতে ভাই দেখেছিলাম তায়
এখন আয়না আছে পড়ে রে ভাই আয়নার মানুষ নাই
তাই চোখের জলে নদীর জলে রে
আমি তারেই খুঁজে মরি

ভাঙ্গা আমার তরী
আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙ্গা আমার তরী

ঐ নদীর জলও শুকায়রে ভাই সে জল আসে ফিরে
আর মানুষ গেলে ফিরে না কি দিলে মাথায় কিরে
ঐ নদীর জলও শুকায়রে ভাই সে জল আসে ফিরে
আর মানুষ গেলে ফিরে না কি দিলে মাথায় কিরে
আমি ভালবেসে গেলাম ভেসে গো
আমি হলাম দেশান্তরি

ভাঙ্গা আমার তরী আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙ্গা আমার তরী আমি আপনারে লয়ে রে ভাই
ভাঙ্গা আমার তরী আমার সাম্পান যাত্রী না লয়
ভাঙ্গা আমার তরী

আমি তারির আশায় সাম্পান লয়ে ঘাটেবসে থাকি
আমার তারির নাম ভাই জপমালা তারেই কেদে ডাকি
নয়ন নদীর জলে ভরি