Ami Ekdin Tomay Na Dekhile Lyrics ( আমি একদিন তোমায় না দেখিলে ) - Dui Jibon is an oldest popular Bangla song. Ami Ekdin Tomay Na Dekhile song sung by Runa Laila and Andrew Kishore. This beautiful song written by Moniruzzaman Monir. Ami Ekdin Tomay Na Dekhile song made in Dui Jibon movie. This song got huge attension which make popular of this movie. Ami Ekdin Tomay Na Dekhile song is a romantic type song. This song is an oldest song but people also listen this too much. So, let's know the lyrics of Ami Ekdin Tomay Na Dekhile song and play the song in below.
- Song Name : Ami Ekdin Tomay Na Dekhile ( আমি একদিন তোমায় না দেখিলে )
- Singer : Runa Laila and Andrew Kishore
- Lyrics : Moniruzzaman Monir
- Movie : Dui Jibon
You can also know Deyale Deyale and Keu Kotha Rakheni song lyrics.
Ami Ekdin Tomay Na Dekhile Lyrics ( আমি একদিন তোমায় না দেখিলে ) - Dui Jibon
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
প্রেমের ধরণ কেন গো এমন
কাছে না পেলে তোমায় লাগে যে কেমন
প্রেমের ধরণ কেন গো এমন
কাছে না পেলে তোমায় লাগে যে কেমন
বিরহে পুড়িয়া অন্তর খাঁটি করিয়া
পাবে যে সুখ মিলনে
তুমি আমার সুখগো জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
ফুলের বাহার নদীর জোয়ার
রূপের মাধুরীতে আছে গো তোমার
ফুলের বাহার নদীর জোয়ার
রূপের মাধুরীতে আছে গো তোমার
তোমারি কারণে রঙ্গে রঙ্গে যতনে
তোমারি কারণে রঙ্গে রঙ্গে যতনে
সেজেছি আজ ফাগুনে
তুমি আমার ফাগুন জীবনে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে
আমি একদিন তোমায় না দেখিলে
তোমার মুখের কথা না শুনিলে
পরান আমার রয়না পরানে
পরান আমার রয়না পরানে
পরান আমার রয়না পরানে
পরান আমার রয়না পরানে
পরান আমার রয়না পরানে
পরান আমার রয়না পরানে