Ami Hat Diye Ja Chui Lyrics ( আমি হাত দিয়ে যা ছুঁই ) - Hasan is a oldest song in Bengali media. Ami Hat Diye Ja Chui song sung by Hasan. This song created by famous Band ARK. Ami Hat Diye Ja Chui is a romantic song in Bangla. So let's know the lyrics of Ami Hat Diye Ja Chui and play the song in below.
  • Song Name : Ami Hat Diye Ja Chui ( আমি হাত দিয়ে যা ছুঁই )
  • Singer : Hasan
  • Band : ARK
Ami Hat Diye Ja Chui Lyrics ( আমি হাত দিয়ে যা ছুঁই ) - Hasan
Ami Hat Diye Ja Chui ( আমি হাত দিয়ে যা ছুঁই )


You can also know Valobasha O Oporadh and Tin Shotti song lyrics.

 

Ami Hat Diye Ja Chui Lyrics - Hasan


আমি হাত দিয়ে যা ছুঁই

তা দুঃখ হয়ে যায়

সেই হাতে কি বলো বন্ধু তোমায়

ছোঁয়া যায় বলো তোমায় ছোঁয়া যায়

 

আমি হাত দিয়ে যা ছুঁই

তা দুঃখ হয়ে যায়

সেই হাতে কি বলো বন্ধু তোমায়

ছোঁয়া যায় বলো তোমায় ছোঁয়া যায়

 

একদিন আমি আকাশ ছুঁয়েছিলাম

সেইদিনই প্রথম আকাশের বুকে

মেঘের দেখা পেলাম

একদিন আমি আকাশ ছুঁয়েছিলাম

সেইদিনই প্রথম আকাশের বুকে

মেঘের দেখা পেলাম


আমি হাত দিয়ে যা ছুঁই লিরিক্স - Hasan



আমি হাত দিয়ে যা ছুঁই

তা দুঃখ হয়ে যায়

সেই হাতে কি বলো বন্ধু তোমায়

ছোঁয়া যায় বলো তোমায় ছোঁয়া যায়

 

একদিন আমি চাঁদকে ছুঁয়েছিলাম

সেইদিনই প্রথম চাঁদেরঐ আলোয়

ব্যাথার ছোঁয়া পেলাম

একদিন আমি চাঁদকে ছুঁয়েছিলাম

সেইদিনই প্রথম চাঁদেরঐ আলোয়

ব্যাথার ছোঁয়া পেলাম

 

আমি হাত দিয়ে যা ছুঁই

তা দুঃখ হয়ে যায়

সেই হাতে কি বলো বন্ধু তোমায়

ছোঁয়া যায় বলো তোমায় ছোঁয়া যায়

 

আমি হাত দিয়ে যা ছুঁই

তা দুঃখ হয়ে যায়

সেই হাতে কি বলো বন্ধু তোমায়

ছোঁয়া যায় বলো তোমায় ছোঁয়া যায়

 

আমি হাত দিয়ে যা ছুঁই

আমি হাত দিয়ে যা ছুঁই

আমি হাত দিয়ে যা ছুঁই