Abar Hashimukh Lyrics ( আবার হাসিমুখ ) - Shironamhin

Abar Hashimukh Lyrics song is the one of the best song from Shironamhin. This song make by Shironamhin. Abar Hashimukh song is cover by Tuhin. Abar Hashimukh solng write by Zia.
  • Song Name : Abar Hashimukh ( আবার হাসিমুখ )
  • Singer : Tuhin
  • Lyrics : Ziaur Rahman Zia
  • Band : Shironamhin
Abar Hashimukh Lyrics ( আবার হাসিমুখ ) - Shironamhin
Abar Hashimukh ( আবার হাসিমুখ )

You Can aslo know Bela Bose and Baba song Lyrics.

Abar Hashimukh Lyrics -  Shironamhin




Shei kobe chilo ucchas
kichu songkay vora chumbon
Chilo premikar ghono nisshas
hashimukhe Fuyara.


Ei obelay futa kashful, niyotir moto nirvul
Jeno ahoto kono juddhar buke beche thaka ek meghful
Jodi ghore fera pakhi nischup, Ridoye dhew vange sup sup,
Tobo jahajir nagorik dhew, oporadh mene niye keo keo,
Jodi shokghatha haate bohudur jao ekdin thik e ene dibo Hashimukh..

Roddur, eksathe hete hete jete chai bohudur
Buker vitor dana jhaptay pakhi, beporua vangchur.
Tumi cheye acho tai ami pothe hete jai
Tumi cheye acho tai ami pothe hete jai.

Buker pajore ure projapoti, sopner digonto rongin.
Icche hole ene dite pare beporua roddur jholmole din.
Premikar mukh roktim chilo roood othe geche tai
Tomader nogorite ami ajo hete berai..

Bristi veja sukh-dukkho, khola janalay hashimukh
Urche kichu projapoti megh moner janalay.
janalay silo roddur, megh veshe gelo bohudur
Nogorer priyo chirkut, shob jibon sere palay.

Tumi cheye aso tai ami pothe hete jai
Hete hete bohudur, bohudur jete chai.
Tomader jara Hashimukhe Bohudur jete chay;
tumi cheye aso tai, ami pothe hete jai,
Hete hete bohudur, bohudurrrr.............




আবার হাসিমুখ লিরিক্স -  Shironamhin




সেই কবে ছিল উচ্ছাস,
কিছু শঙ্কায় ভরা চুম্বন
ছিল প্রেমিকার ঘন নিশ্বাস,
হাসিমুখে ফোয়ারা।


এই অবেলায় ফোঁটা কাশফুল,
নিয়তির মত নির্ভুল-
যেন আহত কোন যোদ্ধার বুকে
বেঁচে থাকা এক মেঘফুল।

যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ,
হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ,
তবু জাহাজীর নাগরিক ঢেউ,
অপরাধ মেনে নিয়ে কেউ কেউ

যদি শোঁকগাথা হাতে বহূদুর যাও-
একদিন ঠিকই এনে দেব হাসিমুখ।।
রোদ্দুর,
একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর-
বুকের ভেতর ডানা ঝাপটায়,
পাখি বেপরোয়া ভাংচুর।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই।
বুকের পাঁজড়ে ওড়ে প্রজাপতি,
স্বপ্নের দিগন্ত রঙিন।

ইচ্ছে হলেই এনে দিতে পারে
বেপরোয়া রোদ্দুর ঝলমল দিন।
প্রেমিকার মুখ রক্তিম ছিল
রোদ উঠে গেছে তাই
তো্মাদের নগরীতে-
আমি আজও হেঁটে বেড়াই।।

বৃষ্টি ভেজা সুখ-দুখ,
খোলা জানালায় হাসিমুখ
উড়ছে কিছু প্রজাপতি-
মেঘ মনের জানালায়।
জানালায় ছিল রোদ্দুর,
মেঘ ভেসে গেল বহূদুর
নগরের প্রিয় চিরকুট-
সব জীবন ছেড়ে পালায়।

তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর যেতে চাই।
প্রতিটি রাস্তায় প্রতিটি জানালায়
তোমাদের যারা হাসিমুখে বহুদূর যেতে চায়;
তুমি চেয়ে আছ তাই, আমি পথে হেঁটে যাই,
হেঁটে হেঁটে বহুদূর, বহুদূর …………




 
Previous Post
Next Post
Related Posts