কবিতা (kobita) Lyrics - James


  • Song Name : কবিতা (kobita)
  • Singer : James
  • Band : Nagar Baul

কবিতা (kobita) Lyrics - James
কবিতা (kobita)

কবিতা (kobita) Lyrics - James

কবিতা
তুমি স্বপ্নচারিণী হয়ে
খবর নিও না

কবিতা
এই নিশাচর আমায়
ভেবোনা সুখের মোহনা।
দেখবে আমাদের ভালবাসা
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল
পদ্ম পাতার জল

কবিতা
তুমি স্বপ্নচারিণী হয়ে
খবর নিও না
কবিতা
এই নিশাচর আমায়
ভেবোনা সুখের মোহনা।

বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা
মনের বাঁধন।

বেদনা সিক্ত অশান্ত এই মন
খুঁজে ফেরে মেটায় প্রয়োজন
যতদূর জানে ব্যাকুল হৃদয়
নীল বিষের পেয়ালা
মনের বাঁধন।

দেখবে আমাদের ভালবাসা
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল
পদ্ম পাতার জল

কবিতা
তুমি স্বপ্নচারিণী হয়ে
খবর নিও না
কবিতা
এই নিশাচর আমায়
ভেবোনা সুখের মোহনা।

নয়ন গভীরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় ।

নয়ন গভীরে আঙিনায়
নিবিড়তার ছোঁয়ায় হৃদয় প্রতিমা
কোথায় হারালে বল পাবো তোমায়
বসন্তে মাতাল আমি এক অপূর্ণতায় ।

দেখবে আমাদের ভালবাসা
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল
পদ্ম পাতার জল

কবিতা
তুমি স্বপ্নচারিণী হয়ে
খবর নিও না
কবিতা
এই নিশাচর আমায়
ভেবোনা সুখের মোহনা।

দেখবে আমাদের ভালবাসা
হয়ে গেছে কখন যেন
পদ্ম পাতার জল
পদ্ম পাতার জল..........

কবিতা (kobita) Lyrics - James


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url