Ami Chole Jabo ( আমি চলে যাবো ) Lyrics - Minar Rahman


  • Song Name : Ami Jabo Chole ( আমি চলে যাবো )
  • Singer : Minar Rahman
  • Lyric : Minar Rahman
  • Label : Cd Choice

Ami Chole Jabo ( আমি চলে যাবো ) Lyrics - Minar Rahman
Ami Chole Jabo ( আমি চলে যাবো )

Ami Chole Jabo ( আমি চলে যাবো ) Lyrics - Minar Rahman

আমি যাবো চলে
সাথে নিয়ে ঐ নীল আকাশ।
তুমি পাশে রবে কিনা জানিনা।
তুমি ছিলে পাশে
সাথে ছিলো রূপালী রোদ
তবুও তোমার গল্প হয় নি শোনা - [ ২ ]
হয় নি শোনা।

সব ভুলে আমি
যাবো তোমারই কাছে
সব ভেঙে আমি
যাবো তোমারই কাছে।

কোন অভিমানে দু'চোখের
কান্না মুছে
দূর কোনো পথের বাঁকে
স্বপ্নের খোঁজে।

মিছে কিছু প্রশ্ন
হঠাৎ কেন এলোমেলো
অজানা সে উত্তর খুঁজি
তোমার ঠিকানায়।

তুমি কি এখনো
আগের মতো সুর হয়ে
ছন্দ খোঁজো শুধু
আমার ঠিকানায়
আমার ঠিকানায়।

সব ভুলে আমি
যাবো তোমার কাছে
সব ভেঙে আমি
যাবো তোমার কাছে।

কোন অভিমানে দু'চোখের
কান্না মুছে
দূর কোনো পথের বাঁকে
স্বপ্নের খোঁজে।

জানি তুমি এখনো
আমায় ভাবো নীরবে
জেনে রাখো আমায় পাবে
নিয়মের আড়ালে।

আমি যাবো চলে
সাথে নিয়ে ঐ নীল আকাশ।
তুমি পাশে রবে কিনা জানিনা।
তুমি ছিলে পাশে

সাথে ছিলো রূপালী রোদ
তোমায় পাবো কি পাবো না
তা জানি না

Ami Chole Jabo ( আমি চলে যাবো ) Lyrics - Minar Rahman


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url